
আবদুল হক সরকার
কুমিল্লার হোমনায় জাতীয় শিক্ষা পদক -২০২২ উপলক্ষে ৯ ক্যাটাগরিতে ৯ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ ঘোষনা করা হয়েছে। গতকাল উপজেলা শ্রেষ্ঠ শিক্ষক,কর্মকর্তা-কর্মচারী
বাছাই কমিটি এ ঘোষনা করেন। এতে শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন খাদিজা আক্তার। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন হোমনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. মাহবুবুর রহমান বকুল,বিদ্যুৎসাহী নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শিক্ষাও গবেষনা পরিষদের সাধারণ সম্পাদক উজ্জল চন্দ্র পোদ্দার, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন দুইজন। একজন ঘারমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা আঞরজুমানারা কেয়া ও পাথালিয়া কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোরশিদ মিয়া, শ্রেষ্ঠ সহকারী
শিক্ষক নির্বাচিত হয়েছেন দুই জন একজন ঘনিয়ারচর দক্ষিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বোরহান উদ্দিন ও কলাগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা নারগিছ আক্তার, শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন হোমনা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কাউট শিক্ষক বিশিষ্ট সঙ্গীত শিল্পী উপজেলা সাংস্কৃতিক কেন্দ্রের অধ্যক্ষ শান্তি রঞ্জন সূত্রধর।
এ ছাড়া শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ( বিদ্যালয়) নির্বাচিত হয়েছেন শোভারামপুর -২ সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং জরেপড়া রোধ কারী শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (বিদ্যালয়) নির্বাচিত হয়েছেন পশ্চিম শ্রীমদ্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়।