হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায় গত ২২ জানুয়ারির সংঘর্ষের ঘটনায় মামলা করা হয়েছে। গত ২৮ জানুয়ারী হোমনা উপজেলার সাবেক চেয়ারম্যান জহিরুল হক জহর বাদী হয়ে ২১৫ জনের নাম উল্লেখ করে হোমনা থানায় এ মামলা করা হয়।
জানাগেছে, গত বৃহস্পতিবার ( ২২ জানুয়ারী) বিকেলে কুমিল্লা-২ আসনের বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাবেক সচিব ইঞ্জিনিয়ার এম এ মতিন খান কর্মীসমর্থকদের নিয়ে বিএনপির স্থায়ী কমিটিরসাবেক সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম এম কে আনোয়ারের কবর জিয়ারত শেষে শ্রীমদ্দি গ্রামের বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল জলিল সাহেবের কবর জিয়ারত করতে যাওয়ার পথে হোমনা পুরাতন বাস স্ট্যান্ডে ওভারব্রিজ এলাকায় পৌঁছলে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভুইয়ার কর্মী–সমর্থকরা বাধা দিলে সংঘর্ষ বেধে যায় এতে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল হক (জহর) এর গাড়ি ভাংচুর হয় এবং অন্তত ১০ জন আহত হয়। এ ঘটনায় পরদিন ২৩ জানুয়ারী মো. জহিরুল হক জহর ২১৫ জনের নামে থানায় অভিযোগ দায়ের করেন।
হোমনা থানার ওসি মো. মোরশেদুল আলম চৌধুরী জানান, “পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় ৩ জন ম্যাজিস্ট্রেট সহ পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে।
Check Also
আজ ২৩ ডিসেম্বর হোমনা মুক্তদিবস!
আবদুল হক সরকার//২৩ ডিসেম্বর কুমিল্লার হোমনামুক্ত দিবস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর যখন সারা দেশ বিজয়ের …
দৈনিক দর্পণ নিউজ দৈনিক দর্পণ নিউজ 24