মো. আব্দুল হক সরকার:
কুমিল্লার হোমনায় ১৫ হাজার ৬০০ পিছ ইয়াবার বড় চালান সহ প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ।
আজ ১৮ মার্চ শনিবার ৬:৪০ ঘটিকার সময় হোমনা থানার এসআই টিবলু মজুমদার ও এ এসআই কামাল উদ্দিনের নেতৃত্বে পুলিশ উপজেলার ১নং মাথাভাঙ্গা ইউনিয়নের জয়দেবপুর সাদ্দাম বাজারের নিকট হোমনা-টু-মেঘনা সড়কের উপর চেকপোস্ট বসিয়ে তল্লাশি করাকালে ঢাকা মেট্রো-গ- ১৯-৭৪১৮ এর প্রাইভেটকারের চালক পুলিশের তল্লাশি চৌকি দেখিয়া উক্ত গাড়ীর চালক পিছনে আসিয়া ফজলু মেম্বার এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর প্রাইভেটকারটি রাখিয়া গাড়ীর ড্রাইভার ও তাহার সহযোগী পালাইয়া যায়। তখন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঢাকা মেট্রো-গ- ১৯-৭৪১৮ এর প্রাইভেটকারের ভিতর তল্লাশি করিয়া ১৫,৬০০ (পনের হাজার ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেট ও গাড়ি জব্দ করে। পরে অজ্ঞাত নামা গাড়ীর চালক ও তাহার সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) সারণি ১০(গ)/৩৮/৪১ মামলা হয়েছে। মামলা নম্বর-১৩ তারিখ-১৮মার্চ-২০২৩খ্রীঃ
ওসি মো.সাইফুল ইসলাম জানান, পুলিশ সুপার ও সার্কেল স্যারের দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে যাছি। এতে প্রাইভেটকার সহ বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার সহ কয়েকজন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়েছি। আজ শনিবার ৬-৪০ ঘটিকায় ইয়াবার বড় চালান আটক করেছি এবং ইয়াবা বহনকারি প্রাইভেটকার জব্দ করেছি।
অজ্ঞাত দুইজন ব্যক্তি চালক ও সহযোগীর নামে থানায় মদক আইনে মামলা হয়েছে আগামীকাল আদালতে জব্দ তালিকা প্রেরন করা হবে।
হোমনা – মেঘনা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মীর মুহসীন মাসুদ রানা জানান,মাদকের বিরুদ্ধে জিরো ট্লারেন্স নীতিতে অভিযান পরিচালনা করছি। এতে প্রাইভেটকার সহ বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার সহ কয়েকজন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়েছি। আমাদের অভিযান অব্যহত থাকবে।