Breaking News

হোমনায় হযরত মুহাম্মদ (স.) সম্পর্কে কটূক্তির অভিযোগে যুবক আটক ;দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসির!

হোমনা( কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে মহসিন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে হোমনা থানা পুলিশ। মহসিন আছাদপুর গ্রামের আলেক শাহর ছেলে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ ইসলামী যুবসেনা হোমনা উপজেলা শাখার সাংগাঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম বাদী হয়ে মহসিনের বিরুদ্ধে হোমনা থানায় একটি মামলা করলে উপজেলার আছাদপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, মহসিন তার “বেমজা মহসিন” নামের ফেসবুক আইডি থেকে বুধবার সকাল ১০টা ৫২ মিনিটে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে আপত্তিকর পোস্ট দেন। এতে মুসলমানদের ধর্মীয় অনভূতিতে আঘাত হানার অভিযোগে স্থানীয় মুসলিম জনতা ক্ষুব্ধ হয়ে থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে মহসিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে এবং তার ফাঁসির দাবি জানান হয়।

পরে সেনাবাহিনী, হোমনা- মেঘনা সার্কেলের এএসপি আবদুল করিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা থানায় উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

জানাগেছে,গত ২৯ আগস্ট একই আইডি থেকে ধর্মীয় বিষয়ে বিতর্কিত মন্তব্য করে মহসিন আরেকটি পোস্ট দেন বলে জানা যায়। এতে এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়।

এ বিষয়ে হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে তৌহিদী জনতা বিক্ষোভ শুরু করে। এ সময় শরিফুল ইসলাম নামে এক ব্যক্তি বাদী হয়ে থানায় মামলা করে। পরে এ ঘটনায়
মহসিনকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

About Darpan News24

Check Also

পি.আর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় —পীর সাহের চরমোনাই

দর্পণ ডেস্ক রিপোর্ট।।ইসলামী আন্দোলন বাংলাদেশ”এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছে, বিগত দিনে যারা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *