হোমনা( কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায় ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন এর সঞ্চালনায় বক্তব্য পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, সহকারি কমিশনার( ভূমি) ইউসুফ হাসান, পল্লী বিদ্যুতের ডিজিএম শওকাতুল আলম চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু চন্দন লাল রায়,সাধারন সম্পাদক রতন কুমার পোদ্ধার, হিন্দু বৌদ্ধ খৃষ্টানঐক্য পরিষদ নেতা রাজিব চৌধুরী, হোমনা থানার
এস আই প্রতুল সাহা, সাংবাদিক আব্দুল হক সরকার, মোশের্দুল ইসলাম শাজু, মো. কামাল হোসেন, হোমনা ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস সাত্তার আলক্বাদেরী, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা মো. সামসুল হক, ইউপি চেয়ারম্যান, মফিজুল ইসলাম গনি, মো. জসিম উদ্দিন সওদাগর,মোজাম্মেল হক, মো. জালাল উদ্দিন পাঠান,মো. শাহ জাহান মোল্লা, প্যানেল চেয়ারম্যান মো. শরীফ সরকারও মাফিয়া বেগম প্রমুখ।
সভায় বক্তারা বলেন,আসন্ন শারদীয় দুর্গোৎসবে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে দায়িত্ব নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
জানাগেছে এ বছর হোমনা পৌর সভা ও ৭ ইউনিয়নে ৪৬টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রশাসনের নির্দেশনা মেনে পূজামন্ডব প্রস্তুত করেছে পূজারীরা। ইতোমধ্যে সামাজিক সম্প্রীতি রক্ষায় ইউএনও নেতৃত্বে প্রতিটি ইউনিয়নে সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।