হোমনা( কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় ভাইস চেয়ারম্যান্যান মুকবল পাঠানের বাগমারাস্থ পাঠান বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে।
শনিবার রাতে মুকবুল পাঠানের ভাই জাকির হোসেন রুবেল হোমনা থানায় এ অভিযোগ দায়ের করেন। এতে ৮ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।
গত ১৪ নভেম্বর (শুক্রবার) বিকেল ৪টার দিকে ২০/২৫ জনের একটি সন্ত্রাসী হোমনা পৌরসভার ২ নং ওয়ার্ডের বাগমারায় তার ‘পাঠান বাড়ি’তে ঢুকে হামলা ও ভাঙচুর করে। সিসি টিভি ভেঙ্গে ফেলে
বাড়ির কেয়ারটেকার নাজমা বেগম জানান,হামলাকারীরা বাড়ির আটটি ল্যাম্প, আটটি সিসি ক্যামেরা ও ষোলোটি জানালার থাই গ্লাস ভাঙচুর করে। প্রায় দুই লাখ আশি হাজার টাকার ক্ষতিসাধন করে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, গতকাল (শনিবার) রাতে অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।
দৈনিক দর্পণ নিউজ দৈনিক দর্পণ নিউজ 24