Breaking News

হোমনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম ভূঁইয়ার দাফন সম্পন্ন

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার হোমনা উপজেলার জয়পুর ইউনিয়নের জয়পুর গ্রামের জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম ভূইঁয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার ( ১ জুলাই) বিকেলে বার্ধক্য জনিত কারনে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

আজ বুধবার (২ জুলাই) সকাল ১০ টায় জয়পুর গ্রামের হামজত আলী ভূইঁয়া বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে তাকে জানাযা উত্তর গার্ড অব অনার প্রদান করেন হোমনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্ষেমালিকা চাকমা।

প্রথমে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের কফিনে পুষ্পমাল্য অর্পণ করে তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় বিউগলে করুন সুর বাজানো হয়।

পরে এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমের সহকর্মী বীরমুক্তি যোদ্ধা ছাড়াও আশে পাশের গ্রামের মুসল্লীরা জানাযায় অংশ গ্রহন করেন। পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে মরহুম আবুল হাশেম ভূইঁয়া স্ত্রী, ৩ ছেলে ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

About Darpan News24

Check Also

হোমনায় স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালিত

হোমনা(কুমিল্লা) প্রতিনিধিবাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্মরত স্বাস্থ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *