দর্পণ ডেস্ক রিপোর্ট/
“এসো মিলি প্রাণের টানে, মানবিক বন্ধনে” এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার হোমনায় যুব স্বেচ্ছাসেবী ফোরামের চান্দেরচর ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ এপ্রিল মঙ্গলবার বিকালে চান্দেরচর দারুল ইসলাম আলীম মাদ্রাসা মাঠে নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হোমনা যুব স্বেচ্ছাসেবী ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সাঈদ আলমের সভাপতিত্বে ও চান্দেরচর ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবী ফোরাম’র সাধারণ সম্পাদক শাহিদ আহমেদ আবিরের সঞ্চালনায় ভার্চ্যাুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. সামসুজ্জামান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার ও হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, চান্দেরচর দারুন ইসলাম আলীম মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাও. মো. আবু তাহের, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও. নজরুল ইসলাম, চান্দেরচর ইউনিয়নের যুব স্বেচ্ছাসেবী ফোরাম’র নবগঠিত কমিটির সভাপতি রোবায়েত আহম্মেদ (জয়) সাংবাদিক মো. আল আমিন শাহেদ, আলাউদ্দিন মিয়া, মো. তারিকুল ইসলাম,
মাথাবাঙ্গা ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবী ফোরাম’র সভাপতি মো. আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক মো. আলামিন চৌধুরী, চান্দেরচর ইউনিয়নের যুব স্বেচ্ছাসেবী ফোরাম’র সিনিয়র সহ-সভাপতি মো. ফয়েজ আহমেদ ও নির্বাহী সদস্য মির্জা আব্বাস প্রমুখ।
পরে চান্দেরচর ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবী ফোরামে ৩২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের বিশেষ অতিথি হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকার।