হোমনা( কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা-০২( হোমনা- মেঘনা)আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পর উপজেলার মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সভায় অংশ গ্রহন করেন অধ্যক্ষ আবদুল মজিদ। সকাল ১১ টায় উপজেলা আইনশৃঙ্খলা সভায় অংশ গ্রহন করার উদ্দেশ্যে উপজেলা হল রুমে এসে পৌছলে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে প্রধান অতিথি হিসাবে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সভায় অংশ গ্রহন করেন। এ সময় তিনি
৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ায় প্রশাসন ও আইন শৃঙ্খলাবাহিনীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমি অন্যায় করিনা, করবো না,কাউকে অন্যায় অপরাধ করতে দিবো না। শিক্ষার বিষয়ে তিনি বলেন এলাকার উন্নয়নের পাশা পাশি শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। দ্রুত আমি শিক্ষকদের সাথে মতবিনিময় করবো এবং চিকিৎসা সেবার উন্নয়নের স্বার্থে একটি মেডিকেল কলেজ করার উদ্যোগ গ্রহন করার কথাও উল্লেখ করেন তিনি।
এক পর্যায়ে নির্বাচনে যারা আমাকে ভোট দিয়েছে এবং যারা ভোট দেয়নি সকলের সাহায্য সহযোগীতায় সিএনজি সহ সকল চাঁদাবাজি বন্ধ করে সন্ত্রাস ও মাদক মুক্ত মডেল উপজেলা গড়তে সকলের সার্বিক সহযোগীর কামনা করেন ।
উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে সহকারী কমিশনার( ভূমি) ইউছুফ হাসানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, ওসি মো. জয়নাল আবেদীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার, বীর মুক্তিযোদ্ধা মো. মোশারফ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তানজিম পারভিন লুনা,সহকারি উপজেলা সমাজসেবা কর্মকর্তা রইস উদ্দিন,
দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবদুল হক, হোমনা ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুস সাত্তার ভূইয়া,সাংবাদিক মো.আবদুল হক সরকার, এটিএম মোর্শেদুল ইসলাম শাজু ও মো. কামাল হোসেনসহ ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম মোল্লা,মো. মফিজুল ইসলাম গনি, মো. জসিম উদ্দিন সওদাগর মো. মোজাম্মেল হক, মো. জালাল উদ্দিন পাঠান, মো. জালাল উদ্দিন খন্দকার, ছাদেক সরকার, মো. শাহজাহান মোল্লা ও মো. তাইজুল ইসলাম মোল্লা প্রমুখ।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।