Breaking News

হোমনায় প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাস অকার্যকর, ডিজিটাল শিক্ষা থেকে শিক্ষার্থীরা বঞ্চিত!

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনা উপজেলার ৯২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল শিক্ষা বাস্তবায়নে সরবরাহ করা ল্যাপটপ, প্রজেক্টর, মডেম ও রাউটার অধিকাংশ ক্ষেত্রেই ব্যবহার হচ্ছে না। ফলে কোটি কোটি টাকা ব্যয়ে সরকারের উদ্যোগ থাকা সত্ত্বেও মাল্টিমিডিয়া ক্লাস কার্যকর হয়নি, এতে কোমলমতি শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে যুগোপযোগী ডিজিটাল শিক্ষার সুযোগ থেকে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে,প্রাথমিক অধিদপ্তরের পিইডিপি প্রকল্পের আওতায় বিদ্যালয় গুলোতে পাঠদানে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়াতে প্রশিক্ষণও দেয়া হয় বিদ্যালয়ের একজন করে শিক্ষককে প্রশিক্ষন দেয়া হয়। এবং
প্রতিটি বিদ্যালয়ে ল্যাপটপ, প্রজেক্টর, মডেম-সিমকার্ড রাউটারসহ নানা উপকরণ বিতরণ সহ ইন্টারনেট ব্যবহারের জন্য প্রতিমাসে ২০ জিবি ডেটাসহ ৪০০ টাকার প্যাকেজও দেয়া হয়।

সরেজমিনে দেখা গেছে, এসব ডেটা ব্যক্তিগত ভাবে ফেসবুক, ইউটিউব আর হোয়াটসঅ্যাপে ব্যবহার করছে শিক্ষকরা। অনেক বিদ্যালয়ের ল্যাপটপ অকেজো, ল্যাপটপের ব্যাটারী বা কী-বোর্ড নষ্ট হয়ে পড়ে আছে।

স্থানীয়দের অভিযোগ অনেক শিক্ষক ও নৈশপ্রহরী সরকারি মালামাল বাড়িতে নিয়ে রেখেছেন, আবার কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে এগুলো রয়েছে আলমারির ভেতরে বন্দী অবস্থায়। কোন কোন বিদ্যালয়ের শিক্ষকরা জানেন না সরকারি ভাবে বিদ্যালয়ে কম্পিউটার দেয়া হয়েছে এবং কেন দেয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক জানান, ডিজিটার এই সব সুযোগ সুবিধা শিক্ষার্থীরা নয় শিক্ষকরা গ্রহন করে থাকে। তারা নিরাপত্তার নামে ল্যাপটপ,প্রজেক্টর,রাউটার প্রধান শিক্ষকের বাড়িতে সংরক্ষণ করার কথা বলে ব্যক্তিগত কাজে তা ব্যবহার করছে।

এ বিষয়ে উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর খোদেজা খাতুন বলেন, শিক্ষা অফিস ও সহকারী শিক্ষাকমকর্তাদের “মনিটরিং ও শিক্ষকদের আন্তরিকতার অভাবে ডিজিটাল ক্লাস বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।”

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহার সুলতানা মুঠোফোনে জানান, সরকারি কোটি কোটি টাকার প্রকল্প যথাযথভাবে বাস্তবায়ন করতে না পারলে শিক্ষার্থীরা যুগোপযোগী শিক্ষার বাইরে থাকবে। তাই বিষয়টি নিয়ে আন্তরিকতার সহিত কাজ করছি।

About Darpan News24

Check Also

হোমনায় সোনালী ব্যাংক পিএনসি’র অবসরপ্রাপ্ত জিএম জহিরুল ইসলাম রঘুনাথপুর ফাজিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত!

হোমনা ( কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লা জেলার হোমনা উপজেলার ঐতিহ্যবাহী রঘুনাথপুর দারুস সুন্নাত নেছারিয়া ফাযিল মাদ্রাসার গভর্নিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *