নিজস্ব প্রতিনিধি
কুমিল্লার হোমনায় স্মার্ট বাংলাদেশ গঠণে শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে “পাইথন প্রোগ্রামিং” বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
আজ মঙ্গল বার (৫ মার্চ) সকাল ১০ ঘটিকায় হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল কম্পিউটার ল্যাবে এ প্রশিক্ষণ শুরু হয়।
এই প্রশিক্ষণে শিক্ষার্থীরা ওয়েব ডিজাইন, এ্যাপ ডেভেলপ , উইন্ডোজ ডেভেলপ, ম্যাক এর জন্য এ্যাপ তৈরি করা, ওয়েব সাইট তৈরী করা, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।
প্রশিক্ষণের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তাগণ বলেন,২০৪১ সালের মধ্যে মাননীয় প্রধান মন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন তা বাস্তবায়ন করতে হলে কম্পিউটার শিক্ষায় দক্ষ হতে হবে। আজকে যারা প্রশিক্ষণের সুযোগ পেয়েছো তা বাস্তবে কাজে লাগাতে হবে। মনে রাখবে তোমার বিদ্যালয়ের জন্য তুমি একজন প্রশিক্ষক। তাই মনোযোগ সহকারে প্রশিক্ষন গ্রহন করবে যাতে করে তুমি তোমার ক্লাসের সবাইকে শিখাতে পারে।
জানাগেছে, উপজেলা পরিষদের ২০২৩-২৪ অর্থবছরে উন্নয়ন তহবিলের আওতায় ১৫ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে উপজেলার ১০ টি মাধ্যমিক বিদ্যালয় থেকে মোট ১০০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করবেন। বিদ্যালয় গুলো হচ্ছে, হোমনা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়,হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়,হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়, দুলালপুর চন্দ্র মনি উচ্চ বিদ্যালয়, মাথাভাঙ্গা ভৈরব উচ্চ বিদ্যালয়,ঘারমোড়া একেএম ফজলুল হক মোল্লা উচ্চ বিদ্যালয়,নিলখী উচ্চ বিদ্যালয়, আমিরুল ইসলাম বালিকা স্কুল এন্ড কলেজও দড়িচর উচ্চ বিদ্যালয়।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমানের সভাপতিত্বে, হোমনা প্রেস ক্লাবের সভাপতি ও হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. আবদুল হক সরকার, প্রশিক্ষক ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল হক, বিদ্যালয়ের আইসিটি শিক্ষক আমিনুল ইসলাম, উপজেলা তথ্যসেবাকেন্দ্রের উদ্যোক্তা প্রোগ্রামার মো.সাইদুল ইসলাম, মো.নাজমূল আলম , কারিগরি শিক্ষক মো. নজরুল ইসলাম ও মো.মাহিদুল ইসলামসহ প্রশিক্ষনার্থীগণ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষনে প্রতিদিন ৩ টি ব্যাচে মোট ১০০ জন প্রশিক্ষার্থী পাইথন প্রোগ্রামিং এ অংশগ্রহন করবেন।