দর্পণ ডেস্কর রিপোর্ট
কুমিল্লার হোমনায় পানিতে ডুবে মো. জুনাইদ নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৫ জুন) সকালে উপজেলার জয়দেবপুর মাথাভাঙা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই গ্রামের মো. সাত্তার মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রেজানাযায় মো. জুনাইদ রোববার সকালে বাড়ির উঠানে খেলা করতে করতে হামাগুড়ি দিয়ে বাড়িরপার্শ্বের ডুবাতে পড়ে যায়। পরে শিশুটিকে দেখতে না পেয়ে খুঁজাখুজি শুরু করেন পরিবারের লোকজন। কিছুক্ষণ পরেই পানিতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
Check Also
হোমনায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার হোমনায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(১০ ডিসেম্বর) বিকালে …