হোমনা( কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায় পাওনা টাকা দুই গ্রামবাসির মধ্যে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জনকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, মো. মিজানুর রহমান, মো. জুয়েল,খাজা আহম্মেদ,কাতেবুর রহমান,আবদুল রহমান, মো. সাগর। আহত কাতেবুর রহমান ও খাজা আহম্মদের অবস্থা আশংকাজনক।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে কাশিপুর বাজারে এ ঘটনা ঘটে।
এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানাযায়, সোমবার সকাল ৮ টার দিকে পাওনা টাকা নিয়ে কাশিপুর গ্রামের আবদুর রহমানের সাথে ওমরাবাদ গ্রামের জুয়েল মিয়ার বাগ্বিতণ্ডা হয়। এ ঘটনা মিমাংশা করার জন্য ওমরাবাদ গ্রামের কিছু লোক বাজারে আসলে কাশিপুর গ্রামের মসজিদে ঘোষনা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র ও ইটপাটকেল নিয়ে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় বাজারের কেয়কটি দোকান ভাংচুরও লুটপাট হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো সাদেক সরকার বলেন, পাওনা টাকা নিয়ে জুয়েল ও রহমানের মধ্যে বাগবিতন্ডা হয়।এটিকে কেন্দ্র করে মাইকে ঘোষনা দিয়ে দুই গ্রামে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহীনি এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, পাওনা টাকা নিয়ে দুই যুবকের মধ্যে বাগবিতন্ডা হয়। এ নিয়ে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রাহন করা হবে।
ই মেইলে ছবি আছে।
বার্তা