নিজস্ব প্রতিনিধি
কুমিল্লার হোমনায় নৌকার কর্মীকে ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার ২৮ ডিসেস্বর সন্ধ্যায় উপজেলার জয়পুর ইউনিয়নে নৌকা প্রতীকের একাধিক নির্বাচনী অফিস( ক্যাম্প) স্থাপন করার দায়ে মো. ধনু মিয়া নামক এক কর্মীকে এ অর্থদন্ড দেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে নির্বাচন আচরণ বিধিমালা প্রতিপালনে মোবাইল কোর্ট পরিচালনা কারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও হোমনা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ইউসুফ হাসান।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) ইউসুফ হাসান জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘন করে এক ইউনিয়নে একাধিক নির্বাচনী অফিস ( ক্যাম্প) স্থাপন করার দায়ে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।