Breaking News

হোমনায় দুইগুনী শিক্ষকের অবসর জনিত বিদায় সংবর্ধনা

হোমনা( কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আবদুল কুদ্দুস, ও নারগিস আক্তারকে অবসর জনিত বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
দীর্ঘদিন শিক্ষকতা পেশার অবসান ঘটিয়ে চাকুরী থেকে অবসরে গেলেন সহকারি শিক্ষক আবদুল কুদ্দুস ও নাসরিন আক্তার তাদেরকে বিদায় জানাতে বিদ্যালয়ে উপস্থিত হয়েছেন প্রাক্তন ছাত্র শিক্ষক ও অভিভাবক।
মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে হোমনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের আয়োজনে স্কুল হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে সহকারি শিক্ষক আফরোজা বেগম সুমির উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম ও আনিছুজ্জামান, হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকার,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এটিএম মোর্শেদুল ইসলাম শাজু বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক মো. আবদুছ ছাত্তার,সহকারি শিক্ষক মো. মোকবুল হোসেন,হোমনা থানা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মনিরুজ্জামান মনির,সহকারি শিক্ষক মো. ফারুক আহম্মদ, উপজেলার শ্রেষ্ঠ সহকারি শিক্ষক মাহমুদা আক্তার সহ বিদায় শিক্ষক আবদুল কুদ্দুস ও নারগিস আক্তার প্রমুখ।

সংবর্ধনা সভায় বক্তাগণ বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। একজন শিক্ষার্থী প্রকৃত মানুষ রূপে গড়ে ওঠার পেছনে বাবা-মা’র যেমন অবদান রয়েছে তেমনি শিক্ষকেরও বৃহৎ ভূমিকা রয়েছে। জীবনে চলার পথে শিক্ষকদের আশীর্বাদ সকলের খুবই প্রয়োজন। সকলে বিদায়ী শিক্ষকদের সুস্বাস্থ্য ও দীর্ঘ হায়াাত কামনা করেন।
পরে বিদায়ী শিক্ষকদের মাঝে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।

এ সময় উপজেলা শিক্ষা অফিসের কর্মচারিবৃন্দ, দুলুবালা দেবী,আমেনা আক্তার,ফাতেমা আক্তার, রেহেনা আক্তার শিউলী আক্তার, নাজমা আক্তার, জান্নাত আরা,ডলি সাহা ও শান্তি রঞ্জন সুত্রধর সহ বিদ্যালয়ের কর্মচারি এ সময় উপস্থিত ছিলেন।

About Darpan News24

Check Also

হোমনায় দুর্নীতির দায়ে বদলি হওয়া সেই ভূমি কর্মকর্তা পূর্বের কর্মস্থলে বদলী!

হোমনা( কুমিল্লা) প্রতিনিধি অনিয়ম ও দুর্নীতির কারণে বদলী হওয়া কুমিল্লা জেলার হোমনা উপজেলা চান্দেরচর ইউনিয়নের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *