হোমনা( কুমিল্লা)প্রতিনিধি
“সেবা ও উন্নতির দক্ষ রুপকার., উন্নয়নে- উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে কুমিল্লার হোমনায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার ১৭ সেপ্টেম্বর সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও উপজেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে।
উক্ত মেলা উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। মেলায় ৬টি ষ্টল অংশগ্রহন করেন।
সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ মাঠ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্প কলা একাডেমীতে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, ইউএনও ক্ষেমালিকা চাকমা,পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার,উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম,,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা (ইউএলও) ডাঃ জয়নাল আবেদীন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মাহমুদুল হাসান, হোমনা থানা অফিসার্স ইনচার্জ(ওসি) মো. জয়নাল আবেদীন, পৌর আলীগের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন বাবুল, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ন সম্পাদক গাজী ইলিয়াস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাহিদ আহম্মেদ জাকির, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো ওয়াসিম, উপজেলা সমবায় কর্মকর্তা মো.সাজ্জাদ হোসেন খান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম গনি, জালাল উদ্দিন খন্দকার, মো. জসিম উদ্দিন সওদাগর, মো. তাইজুল ইসলাম মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির সহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।