সভাপতি মজিদ, সম্পাদক আবুল
আবদুল হক সরকার
কুমিল্লার হোমনায় ৮ বছর পর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার( ১০ ডিসেম্বর) সকাল ১১টায় হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে অধ্যক্ষ আবদুল মজিদ সভাপতি ও একেএম সিদ্দিকুর রহমান আবুল সাধারণ সম্পাদক পুন:নির্বাচিত হন। এ নিয়ে তারা তৃতীয় বারের মত সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন।
এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি, সম্মেলন উদ্বোধন করেন কুমিল্লা উঃ জেলা আওয়ামীলীগের সভাপতি মু. রুহুল আমীন, সম্মানিত অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী, প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উঃ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রোশন আলী মাষ্টার।
হোমনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদের সভাপতিত্বে সাংগঠনিক প্রতিবেদন প্রকাশ করেন সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল।
উপজেলা আওয়ামীলীগের সদস্য
মাহবুবুর রহমান খন্দকার ও মেজবাহ উদ্দিন সরকারের উপস্থাপনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, কুমিল্লা উঃ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার, সাংগঠনিক টিমের প্রধান ডঃ আবদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন শিশির, সাংগঠনিক টিমের সদস্য মো. বশিরুল আলম মিয়াজি, হোমনা উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম,হোমনা পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শাহ আলম খন্দকার, যুগ্ন সম্পাদক গাজী ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন,মো.মহিউদ্দিন খন্দকার প্রমূখ
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কুমিল্লা উঃ জেলা আওয়ামীলীগের সভাপতি ম রুহুল আমিন অধ্যক্ষ আবদুল মজিদকে সভাপতি, পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি,মো. শাহআলম খন্দকারকে সহ-সভাপতি, একে এম সিদ্দিকুর রহমান আবুলকে সাধারণ সম্পাদক,মহিউদ্দিন খন্দকারকে যুগ্ন সাধারণ সম্পাদক এবং মো. শাহিনুজ্জামান খোকন ও মোয়াজ্জেম হোসেন মোসলেমকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষনা করে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দেন।
জানাগেছে,২০০৪ ও ২০১৪ সালে অনুষ্ঠিত ত্রি -বার্ষিক সম্মেলনের মাধ্যমে অধ্যক্ষ আবদুল মজিদ কে সভাপতি ও একেএম সিদ্দিকুর রহমান আবুলকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছিল।