বিশেষ প্রতিনিধি
‘নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এ প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার হোমনায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
আজ শুক্রবার( ৮ মার্চ) সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও কিশোর কিশোরী ক্লাবের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় হয়।
উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ক্ষেমালিকা চাকমা এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সহকারি কমিশনার ( ভূমি) ইউছুফ হাসান,হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তানজুম পারভীন লুনা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার খাদিজা আক্তার, এস আই মো. জিয়াউর রহমান, কিশোর কিশোরী ক্লাবের ইন্সট্রাকটর সায়দুর রহমান ও আল আমিন প্রমুখ।
পরে নারী দিবস উপলক্ষে কিশোর কিশোরী ক্লাবের সদস্যের বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Check Also
হোমনার ঐতিহ্যবাহী রঘুনাথপুর দারুস সূন্নাত নেছারিয়া মাদরাসা
সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তায়ালার যিনি এ জগতে তাহার ঐশীবানী প্রচার ও প্রসারের ব্যবস্থা …