হোমনা(,কুমিল্লা) প্রতিনিধি:
অধিকার,সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
শনিবার( ৮ মার্চ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তানজুম পারভীন লুনা।
দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন সভার সভাপতি সহকারি কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম, হোমনা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হক সরকার, সহকারী শিক্ষা কর্মকর্তা খাদিজা আক্তার, উপজেলা পোষ্ট অফিসের পোষ্ট মাষ্টার দিলরুবা খনম, খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. শরিফুল ইসলাম প্রমুখ।
দৈনিক দর্পণ নিউজ দৈনিক দর্পণ নিউজ 24