Breaking News

হোমনায় আন্তঃবিদ্যালয় ইংরেজী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দর্পণ ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লার হোমনায় খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে আন্তঃ বিদ্যালয় ইংরেজী বিতর্ক প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৮ সেপ্টেম্বর বিকাল ৩ ঘটিকার সময় উপজেলা শিল্পকলা একাডেমিতে এ বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
বিতর্কের বিষয় ছিল “Social Media is the only cause of moral deviation in today’s society” “বর্তমান সমাজে নৈতিক অবক্ষয়ের একমাত্র কারণ সোশ্যাল মিডিয়া”
এতে খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের দুইটি দল অংশ গ্রহন করেন।

পক্ষ দল অষ্টম শ্রেণির তোফাতুন নাজাত( দলনেতা), জান্নাত আক্তার মিম ও সাবিকুন নাহার হিম।

বিপক্ষ দল নবম শ্রেণির সিদরাতুল মুনতাহা (দলনেতা), হালিমাতুস সাদিয়া ও সাবিকুন নাহান। এতে বিচারকের দায়িত্ব পালন করেন মো. মনিরুজ্জামান, আবুল হাসান ও জাহাঙ্গীর আলম।

উক্ত প্রতিযোগিতায় বিপক্ষ দল বিজয়ী হয় এবং পক্ষ দলের দলনেতা তোফাতুন নাজাত সেরা বক্তা নির্বাচিত হয়।

খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে হোমনা উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা, হোমনা পৌরসভার মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, স্বপন চন্দ্র বর্মন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম, হোমনা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আব্দুল হক সরকার, হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম, রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, রামকৃষ্ণপুর কে কে আর কে উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুল ইসলাম মমিন, দুলালপুর চন্দ্রমনি বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক, মোঃ আব্দুল আল মামুন, সাংবাদিক মোঃ আবুল কালাম আজাদ, মোঃ তারিকুল ইসলাম ও মোঃ মইনুল ইসলাম মিশু সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী, অভিভাবক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী তাসফিয়া তাসনিম তনম।

About Darpan News24

Check Also

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নানা সমস্যায় জর্জড়িত,চিকিৎসা সেবা ব্যহত

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নানা সমস্যায় জর্জড়িত,চিকিৎসা সেবা ব্যহতদর্পণ ডেস্ক রিপোর্ট:কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *