হোমনা(কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকগণ সরকারি কর্মঘণ্টা উপেক্ষা করে প্রাইভেট চেম্বারে রোগী দেখায় ব্যস্ত—এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের কাছ থেকে। বিশেষ করে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. জহিরুল ইসলাম ও ডা. ফয়েজ আহম্মদ নিয়মিতভাবে সকাল ১১টার আগে হাসপাতালে উপস্থিত হন না, যা সরকারি নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এ সংক্রান্ত একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, হাসপাতালের দায়িত্বকাল সকাল ৯টা থেকে শুরু হলেও সংশ্লিষ্ট চিকিৎসকরা অনেক সময় সেটি মানেন না। প্রাইভেট চেম্বারে রোগী দেখে তাদের ইচ্ছেমত হাসপাতালে আসেন। এসে প্রাইভেট রোগী আগে দেখেন। এ দিকে রোগীরা সকাল সকাল হাসপাতালে এসে চিকিৎসা না পেয়ে ভোগান্তির শিকার হন। অনেক সময় ফিরে গিয়ে প্রাইভেট চেম্বারে গিয়ে বেশি অর্থ ব্যয়ে চিকিৎসা নিতে বাধ্য হন।
সরেজমিনে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগী ক্ষোভ প্রকাশ করে বলেন,“হাসপাতালে গেলে বলা হয় ডাক্তার আসেননি। অথচ দেখি তার চেম্বারে রোগীর ভীর ডা. রোগী দেখছেন। তাহলে আমরা গরিবরা যাব কোথায়?
এদিকে, সুশীল সমাজ ও স্থানীয় জনপ্রতিনিধিরা সরকারি চিকিৎসকদের দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে হোমনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুছ ছালাম সিকদার বলেন, এমন অভিযোগ আমাদের কাছেও এসেছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। সরকারি দায়িত্ব পালনে গাফিলতির প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
Check Also
আজ ২৩ ডিসেম্বর হোমনা মুক্তদিবস!
আবদুল হক সরকার//২৩ ডিসেম্বর কুমিল্লার হোমনামুক্ত দিবস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর যখন সারা দেশ বিজয়ের …
দৈনিক দর্পণ নিউজ দৈনিক দর্পণ নিউজ 24