হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনা উপজেলার হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ এপ্রিল সোমবার বিদ্যালয়ের হল রুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো লুৎফর রহমানের সভাপতিত্বে ও আইসিটি শিক্ষক মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কানিজ আফরোজ, অভিভাবক সদস্য ও হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকার, অভিভাবক মো. জাহাঙ্গীর আলম, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আবদুল আলীম, মো. জাহাঙ্গীর আলম সরকার, মো. সাইদুর রহমান,মো. রাসেদুল ইসলাম প্রমুখ
এ ছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপারভাইজার মো. রাসেদুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দাতা সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জহিরুল হক জহর, অভিভাবক সদস্য মো. হারুন অর রশিদ, বিদ্যোৎসাহী সদস্য মো সুজন সরকার, সাবেক পৌর কাউন্সিলর মো. আবদুর বাতেন,দুলালপুর আমিরুল ইসলাম স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল এম. আতিকুর রহমান, হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম, খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, নিলখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামসুল হক সরকার,চান্দেরচর দারুল ইসলাম আলীম মাদ্রাসার সহকারি অধ্যাপক মাও. মো.মনিরুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সুলতান আহম্মেদ, সহকারি শিক্ষক মো. জাহিরুল হক সরকার,বাসার তাসাউফ, মো. বিল্লাল হোসেন, মো. নজরুল ইসলাম সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে বর্তমান ছাত্র ও শিক্ষকদের কাছ হতে অতীত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
পরে পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে মিলাদ মাহফিল ও সড়ক দুর্ঘটনায় নিহত সাজ্জাদ হোসেনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো. আল আমিন।
পরে পরীক্ষার্থীদের মাঝে ফুল ও পরীক্ষা সামগ্রী উপহার দেয়া হয়। পরে বিদ্যালয়ের আয়োজনে পরীক্ষার্থীরা মধ্যহৃ ভোজে অংশ গ্রহন করেন।