মেঘনা ( কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মেঘনা উপজেলা প্রেস ক্লাবের দুই বৎসর মেয়াদী কার্যকরী কমিটির নির্বাচন আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। ক্লাবের নির্বাচনের তফসিল অনুযায়ী সভাপতি পদে মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক পদে মো. জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক পদে মো. জাহাঙ্গীর আলম মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
গত শনিবার (১৫ নভেম্বর) প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন কোন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার না করায় সভাপতি পদে মো. আলমগীর হোসেন,সাধারণ সম্পাদক পদে মো. জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বিনা প্রতিদ্বন্দ্বি তাদেরকে নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার মোঃ মামুনুর রশিদ, নির্বাচন কমিশনার আলম শাহ আয়ন ও নাজমুলের যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে এ ঘোষনা দেয়া হয়।
জানাগেছে, মেঘনা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ২৯ নভেম্বর কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠানের লক্ষে মোঃ মামুনুর রশিদকে প্রধান নির্বাচন কমিশনার, মো. আলম শাহ আয়ন ও নাজমুলকে কমিশনার করে ৩ সদস্য বিশিষ্ট্য নির্বাচন কমিশন গঠন করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার মো. মামুনুর রশিদ বলেন, সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় সভাপতি পদে মোঃ আলমগীর হোসেনকে, সাধারণ সম্পাদক পদে মো. জাকির হোসেনকে ও সাংগঠনিক সম্পাদক পদে মো. জাহাঙ্গীর আলমকে দুই বছর মেয়াদের জন্য মেঘনা উপজেলা প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত ঘোষণা করা হয়।
দৈনিক দর্পণ নিউজ দৈনিক দর্পণ নিউজ 24