Breaking News

কুমিল্লা-২ আসনের সীমানা পূনর্বিন্যাসের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে হোমনা তিতাস উপজেলায় আনন্দ মিছিল!

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে হোমনা ও তিতাস উপজেলায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) ১০ টার দিকে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস-২ ইঞ্জিনিয়ার এম এ মতিন খানের নেতৃত্বে তিতাস উপজেলার কড়িকান্দি থেকে একটি বিশাল গাড়ি বহর নিয়ে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে পৌছলে হোমনা উপজেলার হাজার হাজার নারীপুরুষ ও বিএনপির নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। পরে এখান থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সাবেক মন্ত্রী মরহুম এম কে আনোয়ারের কবরে শ্রদ্ধানিবেদন করেন ও ফাতেহা পাঠ করেন।

মরহুম এম কে আনোয়ারের বাসভবন প্রাঙ্গনে হোমনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জহিরুল হক জহর এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাক্তণ এপিএস-২ ইঞ্জিনিয়ার এম এ মতিন খান।

এ ছাড়া অন্যান্যের মধ্যে তিতাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক তপন ভূঁইয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জাদু মোল্লা, হোমনা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা হক,কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক মজিবুর রহমান,আসাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম, কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনির হোসেন ভূঁইয়া, সাবেক পৌর কাউন্সিলর মো. শির মিয়া, হোমনা পৌর বিএনপির সাংগঠনিক মোক্তার হোসেন, ঘাগুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ভূঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো. মাইন উদ্দিন সরকার, বিএনপি নেতা সফিকুল ইসলাম, মো. মহাসিন বেপারী, মো. দুলাল সরকার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: মাইনুদ্দিন, ও হোমনা কলেজ শাখার ছাত্রদলের আহ্বায়ক মো. নাঈম সহ ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দ এ সময় বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার এম এ মতিন খান আনন্দ মিছিলে অংশগ্রহন কারী সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা যারা বিএনপি করি তারা সবাই এম.কে আনোয়ার ও ড. খন্দকার মোশাররফ হোসেন স্যারের কর্মী। আমি বিএনপির একজন কর্মী হিসাবে তাদের আদর্শকে বুকে ধারন করে রাজনীতি করতে চাই। দল যদি আমাকে মনোনয়ন দেন আমি আপনাদের কে সাথে নিয়ে মরহুম এম.কে আনোয়ার স্যারের রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়ন করবো ইন্সাআল্লাহ।

তবে আমি বিশ্বাস করি সম্মান দেয়ার মালিক আল্লাহ। যখন দেখি ব্যানারে এম.কে আনোয়ার স্যারের ছবি নাই তখন খুব দু:খ লাগে।
তিনি আরো বলেন, তিতাস উপজেলাটি আগে থেকেই কুমিল্লা -২ এর অংশ ছিল। গত ৪ সেপ্টেম্বর নতুনভাবে অন্তর্ভুক্ত হওয়া জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। ভোটার সংখ্যা এবং ভৌগোলিক অবস্থান বিবেচনায় এই সীমানা পুনর্বিন্যাস করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান।
জানাগেছে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস-২, সাবেক সচিব ইঞ্জিনিয়ার এম এ মতিন খান ২০২২ সালে বাধ্যতামূলক অবসরে আসার পর থেকে নিয়মিতভাবে বিএনপির দলীয় রাজনীতি সক্রিয় ছিলেন। তিনি এপিএস থাকাকালীন সময়ে হোমনা, মেঘনা ও তিতাস উপজেলায় উন্নয়ন কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। নতুন আসন বিন্যাসে হোমনা উপজেলার সাধারণ ভোটারদের নিকট এপিএস -২ ইঞ্জিনিয়ার এম এ মতিন খানের আনন্দ মিছিলর আয়োজন ভোটারদের নিকট বিশেষ গুরুত্ব বহন করেন ।

এ সময় হোমনা এবং তিতাস উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণিপেশার কয়েক হাজার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

About Darpan News24

Check Also

দৈনিক যুগান্তর পত্রিকায় সংবাদ প্রকাশের পর হোমনায় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার খরচ কমলো ৪ লাখ ৮০ হাজার টাকা

হোমনা( কুমিল্লা) প্রতিনিধিদৈনিক যুগান্তর পত্রিকায় সংবাদ প্রকাশের পর কুমিল্লার হোমনায় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার খরচে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *