হোমনা( কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায় এক চাউলের দোকানে আগুন লেগে ভায়াবহ বিস্ফোরণের সৃষ্টি হয়েছে। বিস্ফোরণের পর দোকান আগুন লেগে চাউল পুড়ে যায় এবং সার্টার উড়ে যায়। ঘটনাটি ঘটে আজ সোমবার (৫ সেপ্টেম্বর) রাত আড়াই টা নাগাদ হোমনা পল্লী বিদ্যৎ রোডের মেসার্স আলাউদ্দিন ট্রেডার্স নামের এক চাউলের দোকানে।
স্থানীয় সূত্রে জানাযায়, আজ সোমবার রাত ২-৩০ মানিটের সময় হোমনা পল্লী বিদ্যুৎ রোডের এ চাউলের দোকানে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয়।বিস্ফোরণে দোকানের চারটি সার্টার দুমরে মুচরে যায় এবং দোকানে আগুন লেগে যায় । এ সময় পুরো এলাকা ধোঁয়ায় ভরে যায়। রাতেই এলাকার বাসিন্দার আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে দোকানের অনেক চাউলের বস্তা পুরো যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দোকানের মালিক মো. আলা উদ্দিন জানান, কেহ শত্রুতাবসত দোকানে আগুন দিয়ে আমার চরম ক্ষতি করতে চাইছে। আগুনে অনেকগুলি চাউলের বস্তার পুড়ে প্রায় ৫/৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান,কেহ গ্যাসের সাহায্যে দোকানের ভিতরে আগুন দেয়ার চেষ্টা করেছে। এতে বিস্ফোরিত হয়ে সার্টার ভেঙ্গে গেছে বলে ধারনা করা হচ্ছে।
এ বিষয়ে সাধারন ডায়েরী করা হয়েছে। তদন্ত শেষ বিস্ফোরণের আসল কারন জানাযাবে।