হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া বলেছেন “ আমি ভাড়াটিয়া নই, আমি হোমনার ভোটার, আমি এসেছি বলেই হোমনা থেকে গডফাদারকে বিদায় করতে পেরেছি।, অন্য কেহ হলে পারতো না। ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে, কেন্দ্র কমিটি করে নির্বাচনের প্রস্তুতি নিন।
শনিবার( ৮ নভেম্বর) সকাল ১০ টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে কুমিল্লার হোমনায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি উত্তর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াতের নায়েবে আমীরের এক বক্তব্যকে কনটাক্ট করে তিনি আরও বলেন, কোন হাংকি পাকংকি চলবে না সময় মত নির্বাচন অনুষ্ঠিত হবে। দলীয় মনোনয়নের বিষয়ে তিনি বলেন, তারেক রহমান ভালো জানেন আমাকে কোথায় রাখবেন,আমার চেয়ে তার ভাবনা অনেক বেশী। এ সময় তিনি আরো বলেন, আমি মনোনয়ন পাইলে এবং “নির্বাচিত হলে পৌরসভার সীমানা বৃদ্ধি করবো কারন অনেক ঝাড়ুদার বেড়ে গেছে । তাদের নাম লিখে রাখবেন তাদের নিয়োগ দেয়া হবে।” আর তার সর্দার হবে জাহাঙ্গীর।
উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি মো.ছানা উল্লাহ সরকার।
এ ছাড়া কুমিল্লা উঃ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, বিএনপি নেতা জাকির হাসান, আবদুল আজিজ খন্দকার, আবদুল লতিফ, মিজানুর রহমান, মো. শাহ আলম, ব্যারিস্টার মো. সাইফুল ইসলাম উজ্জল আবদুল ওহাব, মো. হারুন অর রশিদ, মো. নুরুজ্জামান মিন্টু, সাইদুল হাসান শাহীন, শাহজাহান মোল্লা, রেজাউল করিম মামুন, মো. আবদুল গনি, শাহ আলম হিমেল, মো.সাইফুল ইসলাম রাজা, মো. আনোয়ার হোসেন, যুবদল নেতা মো. জামাল উদ্দিন, শ্রমিক দল নেতা, মনিরুল ইসলাম সরকার, ছাত্রদল নেতা মো. সেলিম মাস্টার, স্বেচ্ছাসেবক দল নেতা, নাহিদ আহমেদ, মহিলাদল নেতা শেফালী বেগমসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদলড় ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এরপর হোমনা বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয়ের সামনের বালুর মাঠ থেকে একটি বিশাল বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মার্কেটের সামনে সমাবেশে মিলিত হয়।
Check Also
হোমনার দড়িচর যুব সমাজ কর্তৃক আয়োজিত ডাবল ফ্রিজ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় নুরালাপুর একাদশ চ্যাম্পিয়ন!
হোমনা( কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনার দড়িচর যুবসমাজের কর্তৃক আয়োজিত ডাবল ফ্রিজ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় নুরালাপুর …
দৈনিক দর্পণ নিউজ দৈনিক দর্পণ নিউজ 24