Breaking News

কুমিল্লা-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস ইঞ্জিনিয়ার এম এ মতিন খান এ্যাব এর উপদেষ্টা নির্বাচিত।

হোমনা( কুমিল্লা) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অনুমোদিত সহযোগী সংগঠন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর উপদেষ্টা নির্বাচিত হয়েছেন কুমিল্লার- ২( হোমনা- তিতাস) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাক্তণ এপিএস২, বিএনপি নেতা সাবেক সচিব ইঞ্জিনিয়ার এম এ মতিন খান।

জানাগেছে, প্রকৌশলী এ এন এইচ আক্তার হোসেনকে প্রধান উপদেষ্টা করে ৩৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।এ কমিটিতে ইঞ্জিনিয়ার এম এ মতিন খান কে ৩২তম উপদেষ্টা সদস্যকরা হয়।

এছাড়াও শাহরিন ইসলাম তুহিনকে আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর কার্যকরি কমিটি গঠন করা হয়।
সোমবার(১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এদিকে এ্যাব এর উপদেষ্টা কমিটিতে ইঞ্জিনিয়ার এম এ মতিন খানকে উপদেষ্টা সদস্য নির্বাচিত করায় তার অনুসারি নেতা- কর্মীদের মাঝে আনন্দ উল্লাস লক্ষ্য করা গেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে হোমনা ও তিতাস বাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দ জানানো হয়। তার প্রশংসায় মুখরিত হয়ে উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কুমিল্লা-২( হোমনা – তিতাস) সংসদীয় আসনের হোমনা ও তিতাস উপজেলা।

About Darpan News24

Check Also

হোমনায় নার্সের অবহেলায় প্রসুতি রোগীর মৃত্যুর অভিযোগ!

হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় নার্সের অবহেলায় স্বপ্না(২০) নামের এক প্রসূতি রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। দীর্ঘ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *