দর্পণ ডেস্ক রিপোর্ট:
হোমনায় টিউলিপ প্রশাসন ইন্সটিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে টিউলিপ প্রশাসন ইন্সটিটিউট প্রাঙ্গনে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ক্ষেমালিকা চাকমা।
টিউলিপ প্রশাসন ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. পারভেজএর সভাপতিত্বে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. জহিরুল হক (জহর), উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মো. ওয়াসিম,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. শফিকুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার খাদিজা আক্তার, প্রধান শিক্ষক আমেনা বেগম, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, থানা প্রেসক্লাবের সভাপতি মো. কামাল হোসেন, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবি বাসার তাসাউফ, মো. রহমত উল্লাস সহ ইন্সটিটিউটের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।