আব্দুল হক সরকার
কুমিল্লার হোমনায় মোটরসাইকেল দূর্ঘটনায় আবু কালাম(১৯) নামের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো-৩ জন।
আজ শনিবার ২ সেপ্টেম্বর ১২ টার দিকে
হোমনা- গৌরিপুর সড়কের সিনাইরোডে এ দূর্ঘটনা ঘটে। নিহত আবু কালাম নিলখী গ্রামের খলিলুর রহমানের ছেলে।
আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
থানা ও পারিবারিক সুত্রে জানা গেছে, নিহত আবুল কালাম দুই জন নিয়ে মোটর সাইকেল নিয়ে ঘুরতে বের হয়। হোমনা গৌরীপুর সড়কের সিনাইয়া থেকে পঞ্চবটি যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে পথচারীকে ধাক্কা দেয়। এতে মহিলাসহ ৪ জন মারাত্মক আহত হয়। আহতদের হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্বত্যরত চিকিৎসক আবু কালামকে মৃত ঘোষণা করেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে প্রেরন করা হয়েছে। আহতরা হলেন নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার জাহানারা বেগম (৫০),হোমনা উপজেলার নিলখী গ্রামের মনির হোসেন (৩০) ও অন্তর (১৮)এদের মধ্যে প জাহানারা বেগমের অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জয়নাল আবেদীন জানান, মোটর সাইকেল দুর্ঘটনায়ই কালামের মৃত্যু হয়েছে। কারোর কোন অভিযোগ না থাকায় স্বজনের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।