হোমনা প্রতিনিধি
কুমিল্লায় যুগান্তরের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবের কমিউনিটি সেন্টারে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা ব্যুরো অফিসের আওতাধীন ছয় জেলা এবং সংশ্লিষ্ট উপজেলার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো রিপোর্টার আবুল খায়েরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার ব্যুরোপ্রধান তাবারক উল্লাহ কায়েস।
আরও বক্তব্য রাখেন- নোয়াখালী জেলা প্রতিনিধি মনিরুজ্জামান চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি যতন মজুমদার, চাঁদপুর জেলা প্রতিনিধি মির্জা জাকির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার স্টাফ রিপোর্টার সাব্বির আহমেদ সুবীর, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, স্বজন সমাবেশ কুমিল্লার উপদেষ্টা নাছির উদ্দিন চৌধুরী, সদস্য আবুল কালাম।
সভায় যুগান্তরের সার্কুলেশন বৃদ্ধি, অনুসন্ধানী প্রতিবেদন, বিজ্ঞাপন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সামনের দিনগুলোতে সাদাকে সাদা কালোকে কালো বলার দৃঢ়প্রত্যয় নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের বিষয়ে আলোচনা করা হয়। অনিয়ম দুর্নীতির সাথে যুগান্তরের আপসহীনতা বজায় রাখার লক্ষ্যে সব প্রতিনিধিরা সংবাদ তৈরি করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া উপজেলা প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন- কুমিল্লার হোমনার মো. আব্দুল হক সরকার, মুরাদনগরের সুমন সরকার, চৌদ্দগ্রামের মেহেদী হাসান, বুড়িচংয়ের প্রফেসর ইকবাল হোসেন, ব্রাহ্মণপাড়ার সৌরভ হারুন, তিতাসের মো. মহসিন।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মহিউদ্দিন মিশু, আশুগঞ্জের আক্তারুজ্জামান রঞ্জন, কসবার বোরহান উদ্দিন, সরাইলের মুরাদ খান, বিজয়নগরের সারোয়ার হাজারী, নাসিরনগরের মনির হোসেন, নবীনগরের শাফিউল আলম, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার জিসান আহমেদ, মতলবের, ফারুক হোসেন হাজীগঞ্জের, খালেকুজ্জামান শামীম ফরিদগঞ্জের, প্রবীর চক্রবর্তী, নোয়াখালী জেলার সোনাইমুড়ীর সেলিম মিয়া, সেনবাগের জাহাঙ্গীর পাটোয়ারী, চাটখিলের আবু তৈয়ব, বেগমগঞ্জের আশরাফ ছিদ্দিকী বাবু, লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার তাবারক হোসেন আজাদ, কমলনগরের শাহরিয়ার কামাল। ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার আবু তাহের, ছাগলনাইয়ার নুরুজ্জামান সুমন, সোনাগাজীর আব্দুর রহিম, সোনাগাজী দক্ষিণের জাবেদ হোসাইন মামুন প্রমুখ।
আলোচনা শেষে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা প্রয়াত নুরুল ইসলাম বাবুল এর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।