Breaking News

হোমনায় শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ অনুষ্ঠিত!

আবদুল হক সরকার
কুমিল্লার হোমনায় শিক্ষার মান উন্নয়নে মা সমাবেশ ও জার্সি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২ আগষ্ট) সকাল ১১ টায় উপজেলার দৌলতপুর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়!
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. কামরুজ্জানের নিজস্ব অর্থায়নে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে নানা সমস্যা ও সমাধানে বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর উপর জোর দেন। পরে সভাপতি মহোদয় এর সৌজন্যে বিদ্যালয়ের ফুটবল টিমকে বিদ্যালয়ের নাম সহ ‘ছলিম-রাজিয়া’ ফাউন্ডেশনের পক্ষ থেকে দুইসেট জার্সি উপহার দেয়া হয় এবং বিদ্যালয়ের ফুটবল টিমের একটি বাধাই করা বিশেষ ছবি উপহার দেয়া হয়। যা বিদ্যালয়ের দেয়ালে সাটিয়ে রাখা যাবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোজিনা সুলতানার সভাপতিত্বে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. কামরুজ্জামান, বিদ্যালয়ের জমিদাতা মরহুম ছলিম উদ্দিন সওদাগরের ছেলে মো. রকিব উদ্দিন ,কমিটির সদস্য ইউপি মেম্বার রিপন মিয়া,সহকারি শিক্ষক হোসনে আরা লিপি, মোঃ জিন্নাহ সহ শতাধিক মা’ এ সমাবেশে উপস্থিত ছিলেন।

পরে প্রত্যেক মা’কে একটি বিস্কুট এবং একটি জুস দিয়ে আপ্যায়ন করা হয়।

About Darpan News24

Check Also

হোমনায় স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালিত

হোমনা(কুমিল্লা) প্রতিনিধিবাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্মরত স্বাস্থ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *