দর্পণ নিউজ ডেস্কঃ
কুমিল্লার হোমনায় অবৈধভাবে ড্রেজার দিয়ে কৃষি জমি থেকে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ হাসান।
গত ১ জুন বৃহস্পতিবার বিকালে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের মাধবপুর চকের জমি থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে এমন সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান ঘটনা স্থলে পৌছে মোবাইল কোর্ট পরিচালনা করে অদুদ মিয়া নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
মোবাইল কোর্টের এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ হাসান জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অদুদ মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।
অফিসের নাজির গোলাম মোস্তফা সহ হোমনা থানা পুলিশের একটি টিম এ সময় উপস্থিত ছিলেন।