মো. আবদুল হক সরকার
কুমিল্লার হোমনায় চামড়া পোড়ানোর একটি অবৈধ কারখানাকে বন্ধ ঘোষনা করে এর মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ মঙ্গলবার ( ৯ মে) বিকালে পৌর সভার বাগমারা গ্রামের পার্শ্বে অবস্থিত একটি অবৈধ চামড়া পোড়ানো কারখানায় অভিযান পরিচালনা করে হোমনা উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসানের ভ্রাম্যমান আদালত এ রায় দেন।
সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান জানান, হোমনা পৌরসভার অন্তর্গত বাগমারা গ্রামের পার্শ্বে অবৈধভাবে কারখানা কার্যক্রম পরিচালনা করে আসছে। যা থেকে এর পার্শ্ববর্তী এলাকাসমূহে মারাত্মক দুর্গন্ধ ছড়িয়ে পড়ত বিশেষ করে রাতের বেলায় যখন চামড়া পুড়ানো হত। চামড়া পোড়া গন্ধে জনজীবন ছিল বিপর্যস্ত। এ নিয়ে এলাকার লোকজনের অনেক অভিযোগ ছিল। আজ উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা স্যারের নির্দেশনায় সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করার সময় কারখানার মালিকপক্ষ স্বীকার করেন কারখানা স্থাপনের জন্য যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র সহ অন্যান্য প্রয়োজনীয় কোন কাগজপত্রই তাদের কাছে নেই। চামড়া পোড়ানোর সময় বায়ু দূষনকারী যে ভয়ানক দুর্গন্ধ নির্গত হয় সেটি নিয়ন্ত্রণের কোন ব্যবস্থাও তাদের নেই। পরে কারখানা মালিক রাজীব চৌধুরীর না থাকায় তার শাশুড়ি খোদেজা বেগমের উপস্থিতিতে বায়ু দূষণ বিধিমালা, ২০২২ এর ১৭ বিধি অনু্যায়ী ৮০,০০০/-(আশি হাজার টাকা) জরিমানা করা হয় এবং কারখানাটির কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।