হোমনা প্রতিনিধি
কুমিল্লার হোমনায় হঠাৎ করেই ডায়রিয়ার রোগী বৃদ্ধি পেয়েছে। ঈদের দিন থেকে হাসপাতালে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। রোগীরা ডায়রিয়া ওয়ার্ড ছাড়িয়ে অবস্থান নিচ্ছেন মেঝেতে। এদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। রমজান শেষে অপরিকল্পিত খাবার গ্রহণ একস্থান থেকে অন্য স্থানে গিয়ে গোসল করা ও আবহাওয়ার পরিবর্তন এবং অন্য বিভিন্ন স্থানের পানি পানের কারণেই এমনটা হচ্ছে বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে ঈদের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত ডায়রিয়া রোগীর চাপ অনেক বেশী। এখন পর্যন্ত ৫৬ জন রোগী ভর্তি আছে, হাসপাতালের কোন বেড খালি নেই। অনেক রোগী মেঝেতে অবস্থান করে চিকিৎসা নিচ্ছে। ভর্তিকৃত প্রায় সকলেই পেট ব্যাথা ও ডায়রিয়াজনিত রোগী। হাসপাতাল থেকে সরকারি ভাবে সেলাইন সরবরাহ করা হচ্ছে বাকি ঔষদ ফার্মেসী থেকে কিনে আনতে হচ্ছে বলে জানান রোগীর স্বজনরা।
আজ সোমবার সকালে হাসপাতালে গিয়ে দেখা যায় হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুছ ছাত্তার ও পেট ব্যথা ও ডায়েরিয়া জনিত কারণে গত রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি সরকারি হাসপাতাল থেকে স্যালাইন সহ ঔষদ পেয়েছেন। তিনি বর্তমানে ভাল আছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার জানান, ৫০ বেডে হাসপাতালে রোগীর চাপ বেশী। আজকে ৫৬ জন রোগী ভর্তি আছে। ঔষদের কোন সমস্যা নেই। রোগীকে সঠিকভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে এ সময় গরমের কারনে যেহেতু ডায়রিয়া জনিত সমস্যা অনেক বেশি হচ্ছে তাই সকলে ঠান্ডা স্থানে থাকা এবং তরল ও পানীয় খাবার বেশী করে খাওয়া উচিৎ।