Breaking News

হোমনায় বিএনপি নেতা ছানাউল্লাহ সরকারের পিতার দাফন সম্পন্ন!

আব্দুল হক সরকার
কুমিল্লার হোমনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ছানাউল্লাহ সরকারের পিতা আলহাজ্ব আক্কাস আলী সরকারের দাফন সম্পন্ন হয়েছে।
তিনি আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫ টার দিকে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৯ বছর।

আজ দুপুর ২ টার দিকে হোমনা সরকারি ডিগ্রি কলেজ মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাজায় উত্তর আলোচনা সভায় বক্তব্য রাখেন,কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক মো. আক্তারুজ্জামান সরকার, বিএনএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক সহকারি একান্ত সচিব (এপিএস) তিতাস উপজেলার মাছিমপুর গ্রামের কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আবদুল মতিন খান, হোমনা পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, হোমনা উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, হোমনা উপজেলা সাবেক চেয়ারম্যান এ্যাড আজিজুর রহমান মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল, হোমনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, মেঘনা উপজেলা বিএনপির সভাপতি মো. রমিজ উদ্দিন লন্ডনী,পৌর বিএনপির সভাপতি মোজাম্মেল হক মুকুল, সহ সভাপতি আব্দুল লতিফ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া ইমন, বিআরডিবির সাবেক চেয়ারম্যন মেজবাহ উদ্দিন সরকার ও মরহুমের ছেলে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ছানা উল্লাহ সরকার প্রমূখ।

এদিকে আজহাজ্ব আক্কাস আলী সরকার এর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ডঃ খন্দকার মোশাররফ হোসেন,ও নির্বাহী কমিটির সদস্য মো. মাহফুজুল ইসলাম ও ডঃ খন্দকার মারুফ হোসেন।
পরে মোনাত করেন হোমনা ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস সাত্তার ভূইঁয়া।

About Darpan News24

Check Also

হোমনায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার হোমনায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(১০ ডিসেম্বর) বিকালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *