Breaking News

হোমনায় মাদক ও অপসংস্কৃতি রোধে অনুষ্ঠিত ফ্রেন্ডস ক্লাব ফুটবল লীগ-২০২২ এর ফাইনাল অনুষ্ঠিত!

বিশেষ প্রতিনিধি
কুমিল্লার হোমনায় তরুণদের মাদক ও অপসংস্কৃতি হাত থেকে রক্ষার লক্ষে হোমনা ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ফুটবল লীগ-২০২২ ইং এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে হোমনা বাজার মইন ডোর এন্ড ফার্নিচারএকাদশ বনাম শরীফ গোল্ডেন একাদশ অংশ গ্রহন করেন।

আজ শনিবার বিকাল ৪ টার দিকে হোমনা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলার উদ্বোধন করেন হোমনা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুমন দে।
খেলায় হোমনা বাজার মঈন ডোর এন্ড ফার্নিচার একাদশ শরীফ গোল্ডেন একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

হোমনা ফ্রেন্ডস ক্লাবের সভাপতি বাবু যুগল কিশোর ভৌমিকের সভাপতিত্বে হোমনা সরকারি কলেজের আইসিটি প্রভাষক ইকবাল হোসেন সজিব ও বিশিষ্ট ফুটবলার হারুন অর রশিদের সার্বিক পরিচালনায় হোমনা ফ্রেন্ডস ক্লাবের সাধারণ সম্পাদক লায়ন চন্দন লাল রায়,সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার,হোমনা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামাল উদ্দিন,হাঁড়ির
খোঁজে বাড়ির পরিচালক আবদুস সালাম ভূইয়া, হোমনা স্থানীয় সরকার বিভাগের ইউডিএফ খালিদ মোস্তাফিজ, উপজেলা প্রানী সম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন হেলাল উদ্দিন ,সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম, মঈন ডোর একাদশের স্বত্বাধিকারী এটিএম মঞ্জরুল ইসলাম শামীম,উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রতন পোদ্দারসহ সহস্রাধিক দর্শক উক্ত খেলা উপভোগ করেন।
খেলায় প্রধান রেফারি ছিলেন হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রাহিদ হাসান দাদন, সহকারি রেফারী ছিলেন মেহদী হাসান সম্রাট ও আবদুল বাসেত।
ধারা বর্ননায় ছিলেন মো.সালাউদ্দিন আহমেদ ও শেখর আহমেদ।
পরে অতিথিদের মাঝে সম্মাননা স্মারক ও চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

About Darpan News24

Check Also

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নানা সমস্যায় জর্জড়িত,চিকিৎসা সেবা ব্যহত

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নানা সমস্যায় জর্জড়িত,চিকিৎসা সেবা ব্যহতদর্পণ ডেস্ক রিপোর্ট:কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *