Breaking News

হোমনা অফিসার্স ক্লাবের বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২ইং অনুষ্ঠিত!

বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় অফিসার্স ক্লাবের বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এতে মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদ কে হারিয়ে চান্দেরচর ইউনিয়ন পরিষদ চ্যাম্পিয়ন হয়।

আজ রবিবার সন্ধ্যা সাতটায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণে এই টুর্নামেন্টে ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে জনপ্রতিনিধি নিয়ে গঠিত দল অংশ গ্রহণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দে’র সভাপতিত্বে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম।
টূর্ণামেন্টে নকআউট পদ্ধতিতে ১৩ টি ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত টূর্ণামেন্টের চূড়ান্ত পর্বে অংশগ্রহন করে ১ নং মাথাভাঙ্গা ইউনিয়নকে ১৫/১৩ হারিয়ে ৪ নং চান্দেরচর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়।

অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দের সভাপতিত্বে ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মনের উপস্থাপনায় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার রিনা,ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম মোল্লা,মো. মফিজুল ইসলাম গনি,মো. জসিম উদ্দিন সওদাগর,মো. মোজাম্মেল হক,মো,সাব্বির আহাম্মেদ(ভারপ্রাপ্ত), মো. জালাল উদ্দিন খন্দকার, মো. ছাদেক সরকার,মো. শাহজাহান মোল্লা, মো. তাইজুল ইসলাম মোল্লা,হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো.আব্দুল হক সরকার,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, থানা প্রেস ক্লাবের সভাপতি মো. কামাল হোসেন,

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিশিষ্ট নাগরিক,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

খেলা পরিচালনা করেন হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. রাহিদ হাসান দাদন, ঘারমোড়া একেএম ফজলুল হক মোল্লা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ শরিফ সরকার, সাংবাদিক রুহুল আমীন জুয়েল, ও মো,সাইদুর রহমান। এবং উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীবৃন্দ।

ধারা বর্ণনায় ছিলেন হোমনা প্রেস ক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক কবি দেলোয়ার।

পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি এবং অংশগ্রহণকারী সকল দল ও খেলোয়াড়কে শুভেচ্ছা স্মারক এবং মেডেল উপহার দেওয়া হয়

About Darpan News24

Check Also

হোমনায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার হোমনায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(১০ ডিসেম্বর) বিকালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *