হোমনা( কুমিল্লা) প্রতিনিধি
নির্ভুল জন্ম নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহিদ উল্লাহ ‘র সভাপতিত্বে বক্তব্য রাখেন
পৌর মেয়র এ্যাডভোকেট মো. নজরুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আহসান,হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকার ইউপি চেয়ারম্যান মো.মফিজুল ইসলাম গনি, মো. জসিম উদ্দিন সওদাগর, মো. মোজাম্মেল হক, মো. শাহজাহান মোল্লা, মো. তাইজুল ইসলাম মোল্লা ও আছাদটুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. শিব্বির আহম্মেদ,ইউটি সচিব মো. গোলাম মোস্তফা ও জাহাঙ্গীর আলম প্রমুখ।
আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান,ইউপি সচিব,ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা,সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।