হোমনা(কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায় মাছের বংশ বৃদ্ধির লক্ষ্যে উপজেলা মৎস্য অফিস তিতাস নদী ও উন্মুক্ত জলাশয় ও পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে ।
আজ বুধবার সকাল ১১ টা থেকে তিতাস নদীর হোমনা লঞ্চঘাট, পাথালিয়াকান্দি সহ বিভিন্ন স্থানে ৩১৩ কেজি রুই, কাতল, মৃগেল,শরপুটি সহ বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা -২ ( হোমনা – তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ ভার্চূয়ালী সংযুক্ত থেকে পোনা মাছ অবমুক্ত করন অনুষ্ঠানের উদ্বোধন করেন।
উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক গাজী ইলিয়াছ,উপজেলা মৎস্য কর্মকর্তা মো.শাহেনুর মিয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন,খাদ্য পরিদর্শক মো.ওয়াশিম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন।