হোমনা( কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনা রেহানা মজিদ মহিলা কলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী অনুষ্ঠান পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার ২ এপ্রিল বিকালে কলেজ প্রাঙ্গনে আয়োজিত রজত জয়ন্তী অনুষ্ঠান সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ (হোমনা – মেঘনা) আসনের সংসদ সদস্য ও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আবদুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন হোমনা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মীর মহসিন মাসুদ রানা ও সহকারি কমিশনার( ভূমি) ইউছুফ হাসান।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কলেজের সভাপতি রেহানা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ওসি মো. জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল হক মোল্লা, কলেজের অধ্যক্ষ মো. মজিবুর রহমান,প্রভাষক এসএম শাহীন,উজানচর কে এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু তপন কুমার সূত্রধর প্রমুখ।
অনুষ্ঠানে অভিভাবক সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রভাষকবৃন্দ সাবেক ও বর্তমান শিক্ষার্থী সহ প্রিন্টও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
Check Also
হোমনায় দুর্নীতির দায়ে বদলি হওয়া সেই ভূমি কর্মকর্তা পূর্বের কর্মস্থলে বদলী!
হোমনা( কুমিল্লা) প্রতিনিধি অনিয়ম ও দুর্নীতির কারণে বদলী হওয়া কুমিল্লা জেলার হোমনা উপজেলা চান্দেরচর ইউনিয়নের …