হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনা পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোন্নাফ মিয়ার দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার(৫ জানুয়ারী) দুপুরে পূর্ব শ্রীমদ্দি ঈদগাহ ময়দানে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাগেছে ভোরে তিনি ঢাকার হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে , আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজায় হাজারো শোকাহত মানুষ অংশ নেন। তাঁর জানাজায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আবদুল মতিন খান, হোমনা উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি মো. ছানাউল্লাহ সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জহিরুল হক জহর, অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, আবুল কাসেম মাস্টার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম, মো মোয়াজ্জেম হোসেন মোসলেম, মো. হানিফ কন্ট্রাক্টর, ইয়ামুছা, সফিকুল ইসলাম, মেজবাহ উদ্দিন সরকার, মো. অহিদুজ্জামান মোল্লা ও সাইজুদ্দিন সাজু প্রমুখ।
মরহুম মোন্নাফ মিয়ার মৃত্যুতে এলাকায়
শোকের ছায়া নেমে আসে। এ সময় রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন। এবং তার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
দৈনিক দর্পণ নিউজ দৈনিক দর্পণ নিউজ 24