Breaking News

হোমনা- গৌরীপুর সড়কের দুই পাশের সওজ এর জমি দখলের মহোৎসব, দখলদারদের দৌরাত্ম্য, নিরব প্রশাসন ।

হোমনা- গৌরীপুর সড়কের দুই পাশের সওজ এর জমি দখলের মহোৎসব, দখলদারদের দৌরাত্ম্য, নিরব প্রশাসন ।

হোমনা( কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনা-গৌরীপুর সড়কটি হোমনা, তিতাস উপজেলার জনগণের যোগাযোগের মূল ভরসা। কিন্তু এখন এই সড়কের দুই পাশজুড়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখলের প্রতিযোগিতা যেন রীতিমতো এক ‘মহোৎসবে’ পরিণত হয়েছে। দিনে দিনে বেড়েছে দখল দারদের দৌরাত্ম্য, রাস্তার পাশে গড়ে উঠছে অবৈধ দোকানপাট, মার্কেট, বসতঘর, গ্যারেজসহ নানা স্থাপনা। দখলদারদের কেউ কেউ আবার জমি বিক্রির বিজ্ঞাপন পর্যন্ত দিয়েছেন। অথচ সওজ বিভাগ নিরব দর্শকের ভূমিকা পালন করছে।

সরজমিনে গিয়ে দেখা গেছে, হোমনা পৌর সভার পুরাতন বাস স্ট্যান্ড থেকে শুরু করে হরিপুর গোদারাঘাট, ওপারচর, সিনাইয়া, মুন্সির হাট, পঞ্চবটি, বাতাকান্দি বাজার, গাজীপুর পর্যন্ত সড়কের দুই পাশে কোথাও সাঁটানো টিনের দোকান, মার্কেট, স মিল,কোথাও পাকা ভবন। এগুলোর অনেকগুলো স্থায়ীভাবে নির্মিত হলেও নেই কোনো সরকারি অনুমোদন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্র সওজ-এর জমি দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। কেউ কেউ আবার সওজ-এর জমিতে পাকা ভবন নির্মাণ করে ভাড়া দিচ্ছেন। অথচ সড়ক বিভাগের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।
এ দিকে স্থানীয় সচেতন নাগরিক ও সামাজিক সংগঠনগুলো বলছে, এই দখল প্রক্রিয়া অব্যাহত থাকলে সড়কটি একসময় সংকুচিত হয়ে যাবে। দুর্ঘটনার ঝুঁকিও বাড়বে, পথচারী ও যানবাহনের চলাচলে বিঘ্ন ঘটবে।

সাধারণ মানুষের প্রশ্ন—সরকারি সম্পত্তি যারা দখল করছে, তারা কারা? প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা কি নেওয়া হবে? অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে পুনরায় সওজ-এর নিয়ন্ত্রণ নিশ্চিত করা এখন সময়ের দাবি।

এ বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের কুমিল্লা অঞ্চলের উপ বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূইয়া বলেন,
“আমরা হরিপুর গোদারা ঘাটের কয়েক জনকে নোটিশ দিয়েছি। মাঝে মধ্যে উচ্ছেদ অভিযানও পরিচালিত হচ্ছে। কিন্ত পুনরায় দখল হয়ে যাচ্ছে। জনবল ও নিরাপত্তা বাহিনীর সহযোগিতা ছাড়া টেকসই উচ্ছেদ সম্ভব নয়।

কুমিল্লা সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা জানান,“সরকারি জমি রক্ষায় আমরা সচেষ্ট। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে। অবৈধ দখলদারদের কোনো ছাড় দেওয়া হবে না।

About Darpan News24

Check Also

হোমনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম ভূঁইয়ার দাফন সম্পন্ন

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার হোমনা উপজেলার জয়পুর ইউনিয়নের জয়পুর গ্রামের জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আবুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *