আব্দুল হক সরকার
কুমিল্লার হোমনা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (বিআরডিবি) এর ৪৮তম বর্ষিক সাধারণ সভা রবিবার (২২ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (বিআরডিবি) এর সভাপতি দেলোয়ার হোসেন ফারুক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের জাতীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। বিশেষ অতিথি ছিলেন, বিআরডিবি কুমিল্লা জেলার উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম,উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য মহিউদ্দিন খন্দকার, কেন্দ্রীয় সমবায় সমিতি লি: সাবেক সভাপতি মো. মেজবাহ উদ্দিন সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা সাজ্জাদ হোসেন খান, সমিতির সহ সভাপতি মো. মনির হোসেন সহ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর সর্বস্তরের সদস্যগণ এ সময় উপস্তিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন।
পরে শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। তারা হলেন,রঘুনাথপুর-১ নং ব্লকের কৃষক সমবায় সমিতির মো.আবুল কাশেম, ঘারমোড়া কৃষক সমবায় সমিতির মো. আবদুল আউয়াল,কাশিপুর বৃত্তহীন সমবায় সমিতির মাফিয়া বেগম।
সবশেষে প্রধান অতিথি সেলিমা আহমাদ মেরী,সাবেক সভাপতি পৌর মেয়র অ্যাড. নজরুল ইসলাম, মো.মেজবাহ উদ্দিন সরকার ও শাহনুর আহম্মদ সুমনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
Check Also
হোমনায় দুর্নীতির দায়ে বদলি হওয়া সেই ভূমি কর্মকর্তা পূর্বের কর্মস্থলে বদলী!
হোমনা( কুমিল্লা) প্রতিনিধি অনিয়ম ও দুর্নীতির কারণে বদলী হওয়া কুমিল্লা জেলার হোমনা উপজেলা চান্দেরচর ইউনিয়নের …