Breaking News

হোমনা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অশ্রুসিক্ত বিদায়



হোমনা( কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহার সুলতানাকে বদলীজনিত কারনে অশ্রুসিক্ত নয়নে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার( ২২ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক সমন্বয় সভা শেষে হোমনা সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক সমিতি ও হোমনা থানা প্রাথমিক শিক্ষক সমিতি র উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়।

বিদায়ী হোমনা উপজেলা শিক্ষা কর্মকর্তা নাহার সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম ,সাবেক সহকারি শিক্ষা কর্মকর্তা খাদিজা আক্তার, হোমনা সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক মো. কবির আহম্মদ,প্রধান শিক্ষক মো. দুলাল মিয়া, আঞ্জুমান আরা কেয়া, খায়রুন্নেছা, জলি আক্তার, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. মোসলেহ উদ্দিন,হোমনা থানা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সহকারি শিক্ষক মো. মনিরুজ্জামান, মো. কাজল মিয়া, অফিস সহকারি মো. রিপন মিয়া প্রমুখ।

এ সময় বক্তাগন শিক্ষা কর্মকর্তা নাহার সুলতানার প্রশংসা করে আবেগ আপ্লুত হয়ে পড়েন।
এদিকে বিদায়ী উপজেলা শিক্ষা কর্মকর্তা নাহার সুলতানা তাঁর বক্তব্যে সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনারা আমার প্রতি যে সম্মান, ভালোবাসা দেখিয়েছেন তা ভাষায় প্রকাশ করার মতো না। আপনাদের এ ভালোবাসা আমি আজীবন মনে রাখবো। বিশেষ করে হোমনা আমার প্রথম কর্মস্থল হোমনা কে আমি ভুলতে পারবো না।

তবে শিক্ষকদের প্রতি আমার অনুরোধ আমার ভুল ভ্রান্তি হয়ে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য সকলে দোয়া করবেন।যাতে আমার নতুন কর্মস্থলে আমার দ্বায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি।
পরে শিক্ষকদের পক্ষথেকে তাঁকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

অফিস সূত্রে জানাগেছে,গতবছর পহেলা জুলাই, ২০২৪ খ্রি. হোমনা উপজেলায় যোগদান করেন তিনি। যোগদানের পর থেকে শিক্ষার মানোন্নয়ন, প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার অতিরিক্ত ফি নেয়া বন্ধ, বিভিন্ন বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, বিদ্যালয়ের মাঠ ভরাট কাজ,অফিসের সৌর্দয্য বর্ধন কাজ করে চমক সৃষ্টি করেছেন।

জানাগেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাহার সুলতানা এক বছরে মধ্যেই সে তাঁর ভালবাসা ও আন্তরিকতা দিয়ে সকলের মন জয় করে সকলের শ্রদ্ধারপাত্র হয়ে উঠেন। তিনি সহজে মানুষকে আপন করার গুনের অধিকারী ছিলেন। কিন্ত তিনি স্বাস্থ্যগত কারনে তাঁর নিজ ইচ্ছায় ঢাকার কতোয়ালী থানায় বদলী হন। আজ ছিল তার শেষ কর্মদিবস। সকল প্রধান শিক্ষক তাঁকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানান।

হোমনা উপজেলা ৯২ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এ সভায় উপস্থিত ছিলেন।

About Darpan News24

Check Also

হোমনায় হযরত মুহাম্মদ (স.) সম্পর্কে কটূক্তির অভিযোগে যুবক আটক ;দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসির!

হোমনা( কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে মহসিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *