


নিজস্ব প্রতিনিধি
কুমিল্লার হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) ক্ষেমালিকা চাকমা। বিশেষ অতিথি ছিলেন হোমনা -মেঘনা সার্কেল অফিসার সিনিয়র এএসপি মো. আবদুল করিম।
জানাযায় বিদ্যালয়েরর একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক মনোবল বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় ২৬টি ইভেন্টে বিদ্যালয়ের প্রায় ১ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রধান অতিথি বক্তব্যে ইউএনও ক্ষেমালিকা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, চারিত্রিক বিকাশ এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের আলোকিত মানুষ ও প্রকৃত দেশপ্রেমিক হওয়ার পাশাপাশি প্রযুক্তির সর্বশেষ জ্ঞান সম্পন্ন আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ গ্রহণ করার পরামর্শ দেন তিনি।
প্রতিষ্ঠানের শিক্ষাগত দক্ষতা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং উত্তরোত্তর সমৃদ্ধির বিষয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমানের সভাপতিত্বে আইসিটি শিক্ষক মো আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ক্ষেমালিকা চাকমা, হোমনা মেঘনা সার্কেলের সিনিয়র এএসপি আবদুল করিম, হোমনা প্রেস ক্লাবের সভাপতি আবদুল হক সরকার, অভিভাবক সদস্য মো. হারুন অর রশিদ প্রমূখ।
এ ছাড়া দাতা সদস্য হোমনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো জহিরুল হক জহর , উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম,একাডেমিক সুপার ভাইজার মো. রাশেদুল ইসলাম, হোমনা থানা প্রেস ক্লাবের সভাপতি মো. কামাল হোসেন, অভিভাবক সদস্য মো.আবদুস সোবহান, মো.সরাফ উদ্দিন মানিক, বিদ্যুৎসায়ি সদস্য মো. সুজন, সাবেক পৌর কাউন্সিলর আবদুল বাতেন,সহকারি প্রধান শিক্ষক সুলতান আহম্মেদ সহ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকমণ্ডলী, আমন্ত্রিত ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।