হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও রুমন দে’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম ও ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. বেলায়েত হোসেন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মণ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ ও সাংবাদিকবৃন্দ।
পরে ১৫ জন যুবকের মাঝে ৭ লক্ষ ২০ হাজার টাকা যুব ঋণ বিতরণ করা হয়।