হোমনা( কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায় ৫ কেজি গাঁজা সহ মোঃ শাহ আলম (৩৮) নামের এক গাঁজা ব্যবসায়িকে গ্রেফতার করেছে হোমনা থানা পুলিশ।
আজ মঙ্গলবার ৯ মে দুপুরে হোমনা থানার এসআই মোঃ নুরুল্লা ভূঁইয়ার নেতৃত্বে হোমনা মেঘনা সড়কের ১নং মাথাভাঙ্গা ইউনিয়নের জয়দেবপুর সাদ্দাম বাজারে চেকপোস্ট বসিয়ে পাঁচ কেজি গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত মো. শাহ আলম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নিলখি গ্রামের মৃত আলী হোসেন মিয়ার ছেলে।
হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান
এ বিষয়ে এসআই মোঃ নুরুল্লা ভূইয়া বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এ মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।