মো.আবদুল হক সরকার//
কুমিল্লার হোমনায় ৩৫০ পিছ ইয়াবাসহ মো. বিল্লাল হোসেন (২৩) নামের এক মাদক ব্যবসায়িকে আটক করেছে হোমনা থানার পুলিশ।
সোমবার ২৮ এপ্রিল রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই সাইফুল ইসলামের নেতৃত্বে ফোর্স নিয়ে অভিযান চালিয়ে হোমনা বাসস্ট্যান্ড থেকে আবুল হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক বিল্লাল হোসেন কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার আনন্দপুর গ্রামের মো. লিটন মিয়ার ছেলে। থানা সূত্রে জানাগেছে বিল্লাল হোসেন বুড়িচং থানায় একাধিক মাদক মামলার আসামি।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা জানান, ধৃত বিল্লাল হোসেনর বিরুদ্ধে হোমনা থানায় মাদক মামলা হয়েছে।
আজ মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Check Also
হোমনায় পদোন্নতি পেয়ে বাবার কবর জিয়ারত করলেন সোনালী ব্যাংকের নতুন ডিএমডি মো. রেজাউল করিম
দর্পণ ডেস্ক রিপোর্ট:কুমিল্লার হোমনায় বাবার কবর জিয়ারত করেনসোনালী ব্যাংক পিএলসি’র নতুন ডিএমডি মো. রেজাউল করিম। …