Breaking News

হোমনায় ২৭ বছর পর লটারির মাধ্যমে বাজারের ভিটি হস্তান্তর!

হোমনা( কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় দীর্ঘ ২৭ বছর পর প্রকাশ্যে লটারীর মাধ্যমে জয়পুর হযরত শাহ জালাল মার্কেটের ২১০ টি ভিটি (দোকান) বাজারের দোকান মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।

সোমবার(২৬ মে) সকাল ১০ টার দিকে দোকান মালিকদের উপস্থিতিতে সর্বসম্মতিতে প্রকাশ্যে লটারীর মাধ্যমে তাদের ভিটি নির্ধারণ করা হয়।

অনুষ্ঠানে বাজার কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুল ইসলাম বলেন, এই মার্কেটটি একটি ভালো ব্যবসায়িক জায়গা। ১৯৯৬ সালে এখানে মার্কেট নির্মানের লক্ষে জমি ক্রয় করা হয়েছিল। প্রত্যেক ভিটির পরিমান পড়েছে ০.৩৫ শতাংশ। কিন্ত নানা কারনে আপনাদের দোকান ভিটি আপনাদের নিকট হস্তান্তর করা সম্ভব হয়নি। আজ লটারির মাধ্যমে যে ভিটি যার ভাগ্যে পড়েছে সেখানে যত তাড়াতাড়ি সম্ভব দোকান ঘর নির্মান করবেন। আশা করি দ্রুত হযরত শাহ জালাল মার্কেটটি জমজমাট হয়ে যাবে।
বাজার কমিটির সেক্রেটারী জানান ২১০ টি ভিটির মধ্যে ৬টি কাচা বাজারের জন্য সংরক্ষিত। বাজারের গলির ছাড়া প্রতিভিটি ০.৩৫ শতাংশ করে পেয়েছে। দ্রুততম সময়ের মধ্যে দোকান মালিকদের নামে রেজিষ্ট্রি করে দলিল বুঝিয়ে দেয়া হবে।
অনুষ্ঠানে বাজার কমিটির সভাপতি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুস সাত্তার আল ক্বাদেরীর উপস্থাপনায় অন্যান্যের মধ্যে হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকার, থানা প্রেস ক্লাবের সভাপতি মো. কামাল হোসেন, সাংবাদিক তরিকুল ইসলাম তারেক, মো. জুয়েল রানা, তিতাস উপজেলা)বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, মো. মহাসিন বেপারী, মো. আবুল হোসেন, সহ ইউপি সদস্য,গ্রামের গণ্যমান্য ব্যাক্তিবর্গ দোকান মালিকগন ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

About Darpan News24

Check Also

হোমনায় চট্টগ্রামের জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফকে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধিঐতিহাসিক চট্টগ্রামের জব্বারের বলীখেলার ১১৬তম আসরে দ্বিতীয় বারের মত চ্যাম্পিয়ন হওয়ায় কুমিল্লার হোমনার উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *