দর্পণ নিউজ ডেস্কঃ
কুমিল্লা হোমনায় শিতার্ত হতদরিদ্র ও ভিক্ষুকের মাঝে শীতবস্ত্র( কম্বল) বিতরণ করা হয়েছে। আজ ২০ জানুয়ারি শুক্রবার ১২ টার দিকে হোমনা উপজেলা পরিষদ মাঠে বে সরকারি সংস্থা ঊষার আলো মানবসেবা ফাউন্ডেশনের অর্থায়নে ও হাড়িঁর খোঁজে বাড়ির ব্যবস্থাপনায় ৬০ জন হতদরিদ্র ও ভিক্ষুকের মাঝে এ শীত বস্ত্র ( কম্বল)বিতরণ করা হয়।
এ সময় হোমনা প্রেসক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকার, চান্দেরচর সিনিয়র মাদ্রাসার প্রভাষক মাওলানা মনিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেলোয়ার হোসেন ফারুক,হাড়িঁর খোঁজে বাড়ির পরিচালক আবদুস সালাম ভূইয়া, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সাঈদ আলম, সদস্য ও সহকারী শিক্ষক আবদুল্লাহ আল মামুন, যুবলীগ নেতা শাজু আহমেদ, সাংবাদিক তপন সরকার, মো.তারিকুল ইসলাম ও মো. আল আমিন এ সময় উপস্থিত ছিলেন।
ঊষার আলো মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সাঈদ আলম জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও সংস্থার নিজস্ব অর্থায়নে ৯টি ইউনিয়ন ও ১টি পৌর সভায় শীতার্তদের মাঝে ৫০০ কম্বল বিতরণ করা হবে।
Check Also
হোমনায় দুর্নীতির দায়ে বদলি হওয়া সেই ভূমি কর্মকর্তা পূর্বের কর্মস্থলে বদলী!
হোমনা( কুমিল্লা) প্রতিনিধি অনিয়ম ও দুর্নীতির কারণে বদলী হওয়া কুমিল্লা জেলার হোমনা উপজেলা চান্দেরচর ইউনিয়নের …